নগরকান্দা প্রেসক্লাবে সাংবাদিক রেজাউল করিমের স্মরণ সভা
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন। স্মরণ সভায় বক্তারা রেজাউল করিম সেলিমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, রেজাউল করিম সেলিম ছিলেন সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ, মানুষের সমস্যার কথা তুলে ধরা এবং পেশার স্বার্থ রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার অকাল মৃত্যু নগরকান্দার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তারা। বক্তারা আরও বলেন, “রেজাউল করিম সেলিম শুধু একজন সাংবাদিকই নন, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন অভিভাবক। তার হাসিমুখ, আন্তরিকতা ও সহমর্মিতা আজও চোখে ভাসে। আমরা তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।” এসময় প্রয়াত সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছি
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
স্মরণ সভায় বক্তারা রেজাউল করিম সেলিমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, রেজাউল করিম সেলিম ছিলেন সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ, মানুষের সমস্যার কথা তুলে ধরা এবং পেশার স্বার্থ রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার অকাল মৃত্যু নগরকান্দার সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তারা। বক্তারা আরও বলেন, “রেজাউল করিম সেলিম শুধু একজন সাংবাদিকই নন, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন অভিভাবক। তার হাসিমুখ, আন্তরিকতা ও সহমর্মিতা আজও চোখে ভাসে। আমরা তাকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।”
এসময় প্রয়াত সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সরকারি এম.এন. একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সহ-সভাপতি আইয়ুব আলী মুন্সী, সাবেক ব্যাংকার আব্দুল ওহাব তালুকদার, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুল আলম বাবলু, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, মাওলানা সাইফুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বোরহান আনিছ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক নিজাম নকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
What's Your Reaction?