নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য নতুন সড়ক নির্মাণ এবং পুরোনো সড়কগুলোর সংস্কার করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠসংলগ্ন সড়কের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র চলমান কাজের অগ্রগতি ও মান সম্পর্কে প্রকৌশলীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীর জন্য সুখবর দিতে চাই। নগরীর ৫০টি বড় সড়কের নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মনোরেল চালুর প্রকল্পেও আমরা অনেকটা এগিয়ে গেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে কাজটি বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হবে। সড়ক সংস্কারের প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচল ক

নগরীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য নতুন সড়ক নির্মাণ এবং পুরোনো সড়কগুলোর সংস্কার করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠসংলগ্ন সড়কের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র চলমান কাজের অগ্রগতি ও মান সম্পর্কে প্রকৌশলীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীর জন্য সুখবর দিতে চাই। নগরীর ৫০টি বড় সড়কের নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মনোরেল চালুর প্রকল্পেও আমরা অনেকটা এগিয়ে গেছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে কাজটি বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হবে। সড়ক সংস্কারের প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় নেতাদের মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও উন্নয়নকাজ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow