লস অ্যাঞ্জেলেসে আগুনের তাণ্ডবে শহরজুড়ে ধ্বংস আর আতঙ্ক! কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার একর এলাকা গ্রাস করে ফেলেছে দানবীয় এই দাবানল! আগুনের লেলিহান শিখা এমন গতিতে ছড়িয়ে পড়ছে যে পালানোর সুযোগটুকুও পাচ্ছে না অনেকেই! ইন্টারস্টেট ফাইভ মহাসড়ক বন্ধ, বাতাসের প্রবল বেগে আগুন ছুটছে শহরের দিকে! মানুষের দিগ্বিদিক ছুটোছুটি, কেউ জানে না—পরের মুহূর্তে নিজের ঘরখানা থাকবে কি না! বিমানে পানি... বিস্তারিত