নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

1 week ago 14

চট্টগ্রামে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডকে সংযোজন করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম-নাজিরহাট-সুয়াবিল-হেয়াকো-রামগড় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের ব্যানারে এই সড়ক অবরোধে যোগ দেন সুয়াবিল ইউনিয়নের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় নাজিরহাট-কাজীরহাট-রামগড় সড়কে যান চলাচল। 

ফটিকছড়ির নতুন উপজেলা থেকে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার আংশিক অংশ বাদ না দিলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা। 

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সফিউল আলম বলেন, বৃহত্তর সুয়াবিল ইউনিয়নকে অযৌক্তিকভাবে ফটিকছড়ি উত্তর উপজেলায় সংযোজন করেছে। আমরা সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রশাসনকে স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করেছি। এখন সড়ক অবরোধ করেছি, দাবি না মানলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, কেউ আমাকে চিঠিপত্র দেয়নি। কোনো দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক অবরোধের মতো কর্মসূচি পরিহার করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি।

Read Entire Article