চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতায় শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে নতুন একটি কলেজ স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, তরুণ প্রজন্মের চাহিদা পূরণে চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এ লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিটি করপোরেশনের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
রোববার (০২ নভেম্বর) হাজি আবদুল আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
মেয়র জানান, বর্তমানে চসিকের অধীনে রয়েছে ৭৮টি বিদ্যালয় ও ২৪টি কলেজ। মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে, পাশাপাশি গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
জলাবদ্ধতা নিরসনে চলমান কাজের অগ্রগতি তুলে ধরে মেয়র বলেন, গত এক বছরে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ৫৭টি খালের অধিকাংশ সংস্কার হয়েছে, বাকিগুলোর সংস্কার দ্রুত শেষ করা হবে।
হেলদি সিটি গড়ার উদ্যোগের কথা জানিয়ে মেয়র বলেন, ৯ লাখের বেশি শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়েছে। মেয়েদের জন্য এইচপিভি টিকাদান, ক্যানসার সচেতনতা মাসে বিনামূল্যে চিকিৎসাসেবা, চসিক মেমন হাসপাতালে এনআইসিইউ চালু এবং স্বল্পমূল্যে ডায়ালাইসিস সুবিধা যুক্ত করার কাজ চলছে।
তরুণদের উদ্দেশে মেয়র আরও বলেন, ‘মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ব্যয় নয়, এটি জাতি গঠনের বিনিয়োগ।’
অনুষ্ঠানে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

7 hours ago
9









English (US) ·