নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

2 days ago 16
যশোরের কেশবপুরের তপস্যা ভৌমিক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। উপজেলার বাগদহা- মজিদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এ শিক্ষার্থী রবীন্দ্রসংগীত বিষয়ে ‘ক গ্রুপ’ থেকে খুলনা বিভাগীয় পর্যায়ের পরীক্ষায় উন্নিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি সে বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর শাখার সংগীত বিভাগের শিক্ষার্থী। তার বাবা সৌরভ ভৌমিক একজন ব্যাংক কর্মকর্তা এবং মা মিলি ঘোষ সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।  এ বিষয়ে জানতে চাইলে তপস্যার সংগীত গুরু, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী উজ্জ্বল ব্যানার্জী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তপস্যা সংগীতের বিভিন্ন শাখায় তালিম নিচ্ছে। জাতীয় পর্যায়ে ভাল ফলাফলের জন্যে তিনি তপস্যার জন্যে সবার আশীর্বাদ কামনা করেন।
Read Entire Article