নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অংশগ্রহণকারী ছয় দল ব্যস্ত সময় পার করছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস অংশ নিচ্ছে এবারের আসরেও। প্রধান কোচ নিয়োগের পর এবার সহকারী কোচের নাম প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস।  বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। এবার সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।  এর আগে, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।  এদিকে, বিপিএলের জন্য শক্তিশালী দল গঠন করেছে ঢাকা। নিলামের আগে তারা তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করে। নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের। ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম

নতুন কোচ নিয়োগ দিল ঢাকা ক্যাপিটালস

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে অংশগ্রহণকারী ছয় দল ব্যস্ত সময় পার করছে। গত আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস অংশ নিচ্ছে এবারের আসরেও। প্রধান কোচ নিয়োগের পর এবার সহকারী কোচের নাম প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালস। 

বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। এবার সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। 

এর আগে, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি। 

এদিকে, বিপিএলের জন্য শক্তিশালী দল গঠন করেছে ঢাকা। নিলামের আগে তারা তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করে। নিলাম থেকে দলে নেয় শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow