নতুন গাড়ি ‘টাটা সিয়েরা’ বাজারে আনলো কোম্পানি

  জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড টাটা। এরই মধ্যে বাজারে অসংখ্য গাড়ি এনেছে বাজারে। বছরের শুরু থেকেই বেশ কয়েকটি গাড়ি এসেছে টাটার। বছরের শেষ গাড়িটি বাজারে আনলো কোম্পানি। টাটার বহুল প্রতীক্ষিত এসইউভি টাটা সিয়েরা ২০২৫ আসলো বাজারে। দারুণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ দেশের বাজারে আনা হয়েছে এই গাড়ি। টাটা সিয়েরা এখন আগের তুলনায় আরও আধুনিক, আকর্ষণীয় ও ভবিষ্যৎমুখী নকশায় হাজির হয়েছে। গাড়িটির সামনে রয়েছে বড় আকৃতির এলইডি লাইট বার, শক্তপোক্ত ও পেশিবহুল বডি লাইন, ফ্লাশ ডোর হ্যান্ডেল এবং প্রিমিয়াম ডিজাইনের নানা উপাদান। এসব মিলিয়ে এটি তার সেগমেন্টের অন্যতম স্বতন্ত্র ও নজরকাড়া একটি এসইউভি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কেবিনে প্রবেশ করলেই চোখে পড়বে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখানে রয়েছে নতুন তিন-স্ক্রিন থিয়েটার প্রো সেটআপ, জেবিএল-এর প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস চার্জিং সুবিধা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, বায়ুচলাচলযুক্ত আরামদায়ক আসন, একাধিক ড্রাইভ মোড এবং উন্নত কানেকটেড কার প্রযুক্তি। আরাম, প্রশস্ততা ও আধুনিক প্রযুক্তির দারুণ সমন্বয়ই এই এসইউভির অন্যতম বড় আকর্ষণ। নতুন টাটা সিয়েরা পেট্রোল ও ডিজেল উভয

নতুন গাড়ি ‘টাটা সিয়েরা’ বাজারে আনলো কোম্পানি

 

জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড টাটা। এরই মধ্যে বাজারে অসংখ্য গাড়ি এনেছে বাজারে। বছরের শুরু থেকেই বেশ কয়েকটি গাড়ি এসেছে টাটার। বছরের শেষ গাড়িটি বাজারে আনলো কোম্পানি। টাটার বহুল প্রতীক্ষিত এসইউভি টাটা সিয়েরা ২০২৫ আসলো বাজারে। দারুণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ দেশের বাজারে আনা হয়েছে এই গাড়ি।

টাটা সিয়েরা এখন আগের তুলনায় আরও আধুনিক, আকর্ষণীয় ও ভবিষ্যৎমুখী নকশায় হাজির হয়েছে। গাড়িটির সামনে রয়েছে বড় আকৃতির এলইডি লাইট বার, শক্তপোক্ত ও পেশিবহুল বডি লাইন, ফ্লাশ ডোর হ্যান্ডেল এবং প্রিমিয়াম ডিজাইনের নানা উপাদান। এসব মিলিয়ে এটি তার সেগমেন্টের অন্যতম স্বতন্ত্র ও নজরকাড়া একটি এসইউভি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

কেবিনে প্রবেশ করলেই চোখে পড়বে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখানে রয়েছে নতুন তিন-স্ক্রিন থিয়েটার প্রো সেটআপ, জেবিএল-এর প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস চার্জিং সুবিধা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, বায়ুচলাচলযুক্ত আরামদায়ক আসন, একাধিক ড্রাইভ মোড এবং উন্নত কানেকটেড কার প্রযুক্তি। আরাম, প্রশস্ততা ও আধুনিক প্রযুক্তির দারুণ সমন্বয়ই এই এসইউভির অন্যতম বড় আকর্ষণ।

নতুন টাটা সিয়েরা পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পেই বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে মোট ছয়টি ভিন্ন পাওয়ারট্রেন অপশন রয়েছে। ফলে গ্রাহকরা নিজেদের ড্রাইভিং স্টাইল ও প্রয়োজন অনুযায়ী ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বেস ভেরিয়েন্টগুলোও পর্যাপ্ত ফিচারে সমৃদ্ধ করা হয়েছে, যাতে কোনো ধরনের সুবিধার ঘাটতি অনুভব না করেন ক্রেতারা।

যারা নজরকাড়া ডিজাইন, প্রিমিয়াম ফিচার ও একটি আধুনিক এসইউভি চান, তাদের জন্যই এই গাড়ি তৈরি করা হয়েছে। এই এসইউভিটি ছয়টি অত্যাশ্চর্য রঙে এসেছে, যা ক্রেতাদের তাদের ব্যক্তিত্বের সঙ্গে সবচেয়ে উপযুক্ত ভেরিয়েন্টটি বেছে নিতে সাহায্য করবে। এই বড় এসইউভির দাম শুরু হচ্ছে ভারতীয় বাজারে ১১ লাখ ৪৯ রুপি (এক্স-শোরুম)।

আরও পড়ুন
পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow