নতুন চুক্তিতে ইইউ-যুক্তরাজ্য

3 months ago 26

নতুন চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-যুক্তরাজ্য। প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্যসম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে একটি অস্থায়ী চুক্তি হয়েছে। 

সোমবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটেন সোমবার অনুষ্ঠিতব্য ইইউ-ইউকে শীর্ষ সম্মেলনের আগে প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য চাষ এবং যুব গতিশীলতা বিষয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে। এটি ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য ইইউর বড় প্রতিরক্ষা প্রকল্পগুলোতে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করবে।

ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাসেলসে ইইউ প্রতিনিধিরা চুক্তির খসড়া পেয়েছেন এবং এখন এটি ২৭টি সদস্য দেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার মধ্যে এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ইইউর এক কূটনীতিক জানান, চুক্তির বিভিন্ন খসড়া এবং সমান্তরাল বিষয়গুলো নিয়ে একমত হয়েছে উভয়পক্ষ। আমার ধারণা, সব সদস্য রাষ্ট্র যা উপস্থাপন করা হয়েছে তাতে সন্তুষ্ট। সম্মেলন শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া চলছে, তবে এতে কোনো জটিলতা হওয়ার কথা নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন সোমবার ব্রেক্সিটের পর ইইউর সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনঃস্থাপনের জন্য প্রস্তুত, যা বাণিজ্য এবং প্রতিরক্ষায় ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি এবং মহাদেশে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

কূটনীতিক আরও বলেন, গত কয়েক দিন এবং ঘণ্টায় লন্ডনে আলোচনাকারীদের কাছ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। এখন ইইউ এবং ইউকে উভয়েরই উপকার হবে এমন একটি অত্যন্ত সফল এবং গঠনমূলক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য মঞ্চ প্রস্তুত।

Read Entire Article