আন্তর্জাতিক ক্রিকেটের নতুন টেস্ট কাঠামো নিয়ে আলোচনা ক্রমেই গতি পাচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান মাইক বাইর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টেস্ট ক্রিকেটকে দ্বি-স্তরে ভাগ করার প্রস্তাব।
এই প্রস্তাব অনুযায়ী, প্রথম স্তরে খেলবে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। তাদের সঙ্গে থাকবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। অন্যদিকে দ্বিতীয় স্তরে রাখা হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে।
এই কাঠামোতে প্রথম বিভাগের দলগুলো বেশি বাণিজ্যিক সুবিধা পাবে এবং বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। বিপরীতে দ্বিতীয় স্তরের দলগুলোর টেস্ট ম্যাচ খেলার সংখ্যা কমে যাবে। পুরো বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক।
এক সাক্ষাৎকারে মুমিনুল বলেন, ‘আমি নিশ্চিত নই যে, দ্বিতীয় বিভাগে কী ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে। আর ভালো খেললেও আমাদের প্রথম বিভাগে উন্নীত করা হবে কি না, সেটাও পরিষ্কার নয়।’
মুমিনুল আরও যোগ করেন, ‘আমাদের মতো দলগুলোর জন্য এটা মোটেও ভালো হবে না। শক্তিশালী দলের বিপক্ষে খেলতে না পারলে আমরা উন্নতি করব কীভাবে? নিজেদের মধ্যে খেলে গেলে আমরা সেই একই জায়গায় থেকে যাব।’
তিনি মনে করেন, টেস্ট ম্যাচের সংখ্যা কমে গেলে এর প্রতি ক্রিকেটারদের এবং ভক্তদের মূল্যায়ন কমে আসবে। ‘যখন খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটে বেশি আগ্রহী হবে, তখন পরিস্থিতি আরও খারাপ হবে,’ বলেন মুমিনুল।
টেস্ট ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশের টেস্ট দলের এই অভিজ্ঞ খেলোয়াড়ের মতামত ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার জায়গা তৈরি করে দিচ্ছে।