নতুন দলের ফরম পূরণ করলেন কতজন, জানাল নাগরিক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা এক তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বলেও জানা গেছে।
এর আগে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) জনগণ কেমন দল চায় জানিয়ে মতামত ও পরামর্শ চেয়েছেন সংগঠন দুটির নেতারা। এ জন্য গুগল ডকস ফরম পূরণের আহ্বান জানিয়েছিলেন তারা। তবে এক দিনেই লক্ষাধিক মানুষ পূরণ করেছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের গুগল ফর্মটি এক দিনেই লক্ষাধিক মানুষ পূরণ করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনিও অংশগ্রহণ করুণ। গুগল ফর্ম প্রথম কমেন্টে।’
বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদ্বুল্লাহ নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!’
এ সময় একটি ফরম পূরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’
তিনি তার পোস্টের কমেন্ট বক্সে একটি গুগল ডকস লিংক শেয়ার করে একটি ফরম পূরণ করার আহ্বান জানান।
ফরমটিতে লেখা রয়েছে, ‘আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি!’
‘একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত, এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি।’
‘এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়—এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান! আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন!’