নতুন নেতৃত্ব পেলো চলচ্চিত্র পরিচালক সমিতি

3 months ago 17

নানা নাটকীয়তার পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নতুন মেয়াদে পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। শুক্রবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

বিজয়ী হয়ে প্রতিক্রিয়ায় নতুন সভাপতি শাহীন সুমন বলেন, বিপুল ভোটে বিজয়ের জন্য সবার কাছে কৃতজ্ঞতা। এই বিজয় আমাদের একা নয়, সবার। সবার প্রতি অসীম ভালোবাসা। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছে। তাদের কৃতজ্ঞতায় সব সময় থাকতে চাই। বারবার এভাবে নির্বাচিত করুক। আমাদের প্রথম কাজ হবে সংগঠন এগিয়ে নেওয়ার। সমিতির কল্যাণে কাজ করব৷ আমরা ইশতেহার দিয়ে নির্বাচন করি না, কাজে প্রমাণ দেই। বরাবরের মতো এবারও কাজে প্রমাণ দেব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন, বিভিন্ন কারণে নির্বাচনে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সাধারণ সদস্যদের অংশ গ্রহণে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমরা বিজয়ী হয়েছি। আমি মার্কেটিং-এর লোক। কীভাবে সংগঠন এগিয়ে নিতে হবে সেটা জানি। নিয়মিত কাজগুলো চালিয়ে নেব।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া মুস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।

এর আগে কয়েক দফা নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এমআই/এমআইএইচএস

Read Entire Article