নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। ক্লাব–ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, চলতি ২০২৫–২৬ প্রিমিয়ার লিগ মৌসুমের বাকি সময়ের জন্য ক্যারিকের সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড। চলতি মাসের শুরুতে কোচ রুবেন আমোরিমের বরখাস্ত হওয়ার পর এই দায়িত্বভার পান ক্যারিক। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে—আগামী শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে লিগের দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী বিপক্ষে ডার্বি ম্যাচ। বর্তমানে ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৭। এরই মধ্যে দুইটি ঘরোয়া কাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। এফএ কাপে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ঘরের মাঠে ২–১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট ছাড়ায় ক্লাবটির মৌসুমও কার্যত সংক্ষিপ্ত হয়ে গেছে—১৯১৪–১৫ সালের পর এটিই হতে যাচ্ছে ইউনাইটেডের সবচেয়ে ছোট মৌসুম, যেখানে মোট ম্যাচ সংখ্যা নেমে এসেছে ৪০–এ।

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিক। ক্লাব–ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, চলতি ২০২৫–২৬ প্রিমিয়ার লিগ মৌসুমের বাকি সময়ের জন্য ক্যারিকের সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড।

চলতি মাসের শুরুতে কোচ রুবেন আমোরিমের বরখাস্ত হওয়ার পর এই দায়িত্বভার পান ক্যারিক। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে—আগামী শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে লিগের দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী বিপক্ষে ডার্বি ম্যাচ।

বর্তমানে ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৭। এরই মধ্যে দুইটি ঘরোয়া কাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। এফএ কাপে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ঘরের মাঠে ২–১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট ছাড়ায় ক্লাবটির মৌসুমও কার্যত সংক্ষিপ্ত হয়ে গেছে—১৯১৪–১৫ সালের পর এটিই হতে যাচ্ছে ইউনাইটেডের সবচেয়ে ছোট মৌসুম, যেখানে মোট ম্যাচ সংখ্যা নেমে এসেছে ৪০–এ।

ক্যারিকের জন্য এটি নতুন অভিজ্ঞতা নয়। ২০২১ সালে ওলে গুনার সোলস্কজায়ের বিদায়ের পর তিনি স্বল্প সময়ের জন্য কেয়ারটেকার কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবারও অন্তর্বর্তী কোচ বাছাইয়ে ক্যারিকের পাশাপাশি সোলস্কজারের নাম আলোচনায় ছিল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

আমোরিম বিদায়ের পর সাময়িকভাবে দায়িত্বে ছিলেন ক্লাবের অনূর্ধ্ব–১৮ দলের কোচ ও সাবেক খেলোয়াড় ড্যারেন ফ্লেচার। তবে তার অধীনে দুই ম্যাচে জয় না পাওয়ায় দ্রুত বিকল্পের দিকে যায় ক্লাব কর্তৃপক্ষ।

খেলোয়াড়ি জীবনে ক্যারিক ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬৪ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ। কোচ হিসেবে তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নশিপ ক্লাব মিডলসব্রোতে দায়িত্ব পালন। সেখানে ২০২২ সালে দায়িত্ব নিয়ে দলটিকে অবনমন অঞ্চলের কাছ থেকে তুলে এনে প্লে–অফে জায়গা করে দেন তিনি, পরের মৌসুমে দল পৌঁছায় লিগ কাপের সেমিফাইনালেও।

এখন প্রশ্ন একটাই—সংকটে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যারিক কতটা দ্রুত স্থিতিশীল করতে পারবেন, আর কঠিন এই অন্তর্বর্তী সময়ে ক্লাবকে কোন পথে নিয়ে যান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow