নতুন প্রযুক্তির সামরিক রাডার বানালো চীন!

4 days ago 8
চীনা প্রতিষ্ঠান চায়না ইলেক্ট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি একটি নতুন রাডার সিস্টেম তৈরি করেছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি বলছে, প্রযুক্তিগত দিক দিয়ে এ ধরনের রাডার এটাই বিশ্বের প্রথম। চিয়াংসু প্রদেশের নানচিংয়ে সিইটিসির ১৪তম ইনস্টিটিউটের তৈরি ওয়াইএলসি-২ই রাডারটি এবারের ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে দেখানো হয়। সংস্থাটি জানিয়েছে, স্টিলথ এয়ারক্রাফট বা প্রচলিত রাডারকে ফাঁকি দেওয়া যুদ্ধবিমান শনাক্ত করার ক্ষেত্রে এটি চীনের নতুন হার্ডওয়্যার। ইনস্টিটিউটের গবেষক চেং বলেছেন, এস-ব্যান্ড মাল্টিফাংশনাল রাডারে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে
Read Entire Article