নতুন বছরে সুখবর দিলেন দেব

1 month ago 12

২০২৪ সালের শেষ দিকে টালিউড সুপারস্টার দেবের মুক্তি পাওয়া সিনেমা ‘খাদান’বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে দেব নতুন বছরের শুরুতে ‘রঘু ডাকাত’ সিনেমার মুক্তির সময়ও জানিয়েছেন।

নতুন বছরে দেব আরও একটি সুখবর দিয়েছেন। ‘প্রজাপতি’ সিনেমার সিক্যুয়াল ‘প্রজাপতি-২’র ঘোষণা দিয়েছেন। নির্মাতা ও প্রযোজককে সঙ্গে নিয়ে অভিনেতা এমন সুখবর জানান।

নতুন বছরের শুরুতে অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন অভিনীত সিনেমা ‘প্রতীক্ষা’ ঘোষণার কথা ছিল। এ সিনেমার পরিবর্তন করে ‘প্রজাপতি-২’রাখা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, আগের সিনেমার সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে আর কে কে থাকছেন এ সিনেমায়, তা নিয়ে কিছু জানানো হয়নি।

গত বছরের আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ২০২৫ সালের মার্চে দেব-মিঠুনের এ সিনেমার শুটিং শুরু হবে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু তিন তারকার সিনেমা। দেব-মিঠুন জুটিকে এরই মধ্যে দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। তাদের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের অভিনয় প্রত্যেককে মুগ্ধ করেছে।

দেব ‘খাদান’র মাধ্যমে প্রায় ১০ বছর পর মূল ধারার বাণিজ্যিক সিনেমায় প্রত্যাবর্তন করেছেন। টালিউডের একটি সূত্রে জানা গেছে, দেবকে যারা ‘বাণিজ্যিক’ সিনেমা তারকা রূপে এতদিন দেখতে চেয়েছেন, তারা সিনেমা দেখতে হলে আসছেন।

গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন তিনি। এতে দেব লেখেন, ‘আমি দর্শকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। “চাঁদের পাহাড়” এবং “অ্যামাজন অভিযান”র পর “খাদান” সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এমএমএফ/জেআইএম

Read Entire Article