নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত জায়েদা মডেল প্রি ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব নুরুল ইসলাম খান। নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পরে এ আনন্দ ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির পুরো ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীরা জানায়, নতুন বছরের শুরুতেই বিনামূল্যে সরকারের পক্ষ থেকে নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। নতুন বইয়ের ঘ্রাণ নিতে পেরে আমরা অনেক খুশি। এ বই বিতরণ কার্যক্রমে প্রধান শিক্ষক আফরোজা খাতুন, সহকারি শিক্ষক জাহিদুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত জায়েদা মডেল প্রি ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব নুরুল ইসলাম খান।
নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পরে এ আনন্দ ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির পুরো ক্যাম্পাস জুড়ে।
শিক্ষার্থীরা জানায়, নতুন বছরের শুরুতেই বিনামূল্যে সরকারের পক্ষ থেকে নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। নতুন বইয়ের ঘ্রাণ নিতে পেরে আমরা অনেক খুশি।
এ বই বিতরণ কার্যক্রমে প্রধান শিক্ষক আফরোজা খাতুন, সহকারি শিক্ষক জাহিদুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?