নতুন বছরের ছড়া ও কবিতা

নতুন বছর এলোবিলকিস নাহার মিতু নতুন বছর এলো নিয়েসুখ আর খুশির বাণী,নানা রকম আয়োজনেহচ্ছে জানাজানি। নতুন বছর এলো নিয়েএকতারই মন্ত্র,অটুট থাকুক বাংলাদেশের সঠিক গণতন্ত্র। নতুন বছর এলো নিয়েভালোবাসার পরশ,ঘৃণা-বিদ্বেষ-দ্বন্দ্ব ছাড়াকাটুক ভালো বরষ। **** নববর্ষের আবাহনবিপুল চন্দ্র রায় মুছে যাক আজ পুরোনো সব জরা আর গ্লানি,নতুনের ওই উদাত্ত আহ্বানে খুলুক রুদ্ধ দ্বারখানি।বিষণ্ণ এই আকাশ রাঙিয়ে ফুটল নতুন রবি,আঁধার চিরে আসুক আলো, জাগুক প্রাণের ছবি। সবুজ ঘাসে শিশির বিন্দু করুক নতুন স্নান,হৃদয়জুড়ে বেজে উঠুক নতুনের জয়গান।পঞ্জিকার ওই শেষ পাতাটি ঝরলো অজানায়,নতুন বছর ছন্দ মেলুক নতুনের মোহনায়। দুঃখগুলো হারিয়ে যাক বিস্মৃতির ওই তলে,স্বপ্নগুলো সফল হোক সাহস আর মনোবলে।কৃষক হাসুক সোনার ধানে, হাসুক শ্রমিক ভাই,ভেদাভেদ ভুলে যেন একই সুরে গান গাই। হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে ধরি মানুষের হাত,শুভ্র হাসিতে শুরু হোক আজ শান্তির সুপ্রভাত।স্বাগতম হে ২০২৬! অক্ষয় হোক প্রেম-প্রীতি,সম্প্রীতির এই ধরায় চলুক জয়ের শুভ্র রীতি। এসইউ

নতুন বছরের ছড়া ও কবিতা

নতুন বছর এলো
বিলকিস নাহার মিতু

নতুন বছর এলো নিয়ে
সুখ আর খুশির বাণী,
নানা রকম আয়োজনে
হচ্ছে জানাজানি।

নতুন বছর এলো নিয়ে
একতারই মন্ত্র,
অটুট থাকুক বাংলাদেশের
সঠিক গণতন্ত্র।

নতুন বছর এলো নিয়ে
ভালোবাসার পরশ,
ঘৃণা-বিদ্বেষ-দ্বন্দ্ব ছাড়া
কাটুক ভালো বরষ।

****

নববর্ষের আবাহন
বিপুল চন্দ্র রায়

মুছে যাক আজ পুরোনো সব জরা আর গ্লানি,
নতুনের ওই উদাত্ত আহ্বানে খুলুক রুদ্ধ দ্বারখানি।
বিষণ্ণ এই আকাশ রাঙিয়ে ফুটল নতুন রবি,
আঁধার চিরে আসুক আলো, জাগুক প্রাণের ছবি।

সবুজ ঘাসে শিশির বিন্দু করুক নতুন স্নান,
হৃদয়জুড়ে বেজে উঠুক নতুনের জয়গান।
পঞ্জিকার ওই শেষ পাতাটি ঝরলো অজানায়,
নতুন বছর ছন্দ মেলুক নতুনের মোহনায়।

দুঃখগুলো হারিয়ে যাক বিস্মৃতির ওই তলে,
স্বপ্নগুলো সফল হোক সাহস আর মনোবলে।
কৃষক হাসুক সোনার ধানে, হাসুক শ্রমিক ভাই,
ভেদাভেদ ভুলে যেন একই সুরে গান গাই।

হিংসা-বিদ্বেষ দূরে ঠেলে ধরি মানুষের হাত,
শুভ্র হাসিতে শুরু হোক আজ শান্তির সুপ্রভাত।
স্বাগতম হে ২০২৬! অক্ষয় হোক প্রেম-প্রীতি,
সম্প্রীতির এই ধরায় চলুক জয়ের শুভ্র রীতি।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow