নতুন বছরের জন্য প্রস্তুত হতে বললেন মৌনি

2 months ago 24

বলিউড অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা মৌনি রায় নতুন বছরের আগেই ভক্তদের নতুন সিনেমার খবর দিলেন। বললেন অপেক্ষা করতে। সিনেমার নাম ‘সালাকার’। খবর: বলিউড হাঙ্গামা  

বছরের শেষটা মৌনি নিজের মতো করে উপভোগ করছেন। ছুটির মেজাজে দেশ ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর মাঝেই জানালেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘সালাকার’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন ফারুক কবির।

সিনেমার খবরটি প্রকাশ করে মৌনি নির্মাতার সঙ্গে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘মায়েস্ট্রো এবং মিউজ / ২০২৫ এর জন্য প্রস্তুত হন!!!!’      

অভিনয়ের পরিচয়ের পাশাপাশি মৌনি একজন সফল উদ্যোক্তা। ভারতে তার রেস্তোরাঁ ব্যবসা রয়েছে, যা নিয়েই তার ব্যস্ততা। তবে অভিনেত্রীর নতুন সিনেমার খবর তার অনুরাগীদের আনন্দিত করছে।
 

Read Entire Article