নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। রাশেদ খাঁন বলেন, আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে মো. রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। তিনি এ সময় সংশ্লিষ্ট আসনের নেতাকর্মীদের রাশেদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপিতে যোগদান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমি রাজপথে ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির ন

নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন: রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

রাশেদ খাঁন বলেন, আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে মো. রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। তিনি এ সময় সংশ্লিষ্ট আসনের নেতাকর্মীদের রাশেদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমি রাজপথে ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একসঙ্গে আন্দোলন সমন্বয়ের সুযোগ হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আদর্শ হিসেবে মানি। তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে চাই।

এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি দল ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেন। 

এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে এবং নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেয়। তবে ট্রাক প্রতীকে নির্বাচন করলে সেখানে রাশেদের জয়ের সম্ভাবনা অনিশ্চিত হওয়ায় তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow