কবি, সাহিত্যিক, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। জুলাই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল বলেই সফলতা দ্রুত অর্জন হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের হোটেল নাজ গার্ডনের হলরুমে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল হাই শিকদার বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে নয়, জিয়াউর রহমানের ঘোষণার পর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বিপরীত মতামতের অগণিত মানুষকে বিচার ছাড়া হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান।
তিনি আরও বলেন, পৃথিবীতে তিনটি ‘হ’ কুখ্যাত। তার মধ্যে একটি হাসিনা। যার কাজ ছিল এ দেশের মানুষের গণতন্ত্র হরণ করে লুটপাট তন্ত্র কায়েম করা।
যুগান্তর পত্রিকার সম্পাদক বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান দেশে ফিরবেন, তিনি যে লড়াই গত ১৭ বছর ধরে করে গেছেন। তার ফল এসেছে ২৪-এর জুলাই আন্দোলনে। মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, দেশের হাল ধরুক জিয়াউর রহমানের মতো করে।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।