নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে

1 day ago 7

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। এ জন্য আমাদের সরকার এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে সরকার। পার্টটাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেবে সরকার। সরকারের সব কাজের জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

এ সময় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি হতে যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ দেবে। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হবে।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের যুব মেলায় সারাদেশ থেকে আসা ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য নিয়ে বসেছেন।

এমএএইচ/

Read Entire Article