‘নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না’

2 weeks ago 15

জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এ দেশের সব দলই রাজনীতিতে অংশগ্রহণ করবে। তবে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মেহেরপুরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির বক্তারা।

‘মেহেরপুর সদর রাইজিং’ শীর্ষক ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।

সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাইম আহমেদ, মেসবাহ কামাল ও সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ।

এসময় স্থানীয় শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, আলেম, শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

Read Entire Article