নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

2 hours ago 5

নতুন বাংলাদেশে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা’ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জুলাই শহীদদের আদর্শ ধারণ করে খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের মুখোমুখি করা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রায় দিতে পারেনি সরকার।

তিনি সতর্ক করে বলেন, সংস্কার প্রস্তাবে যদি কেউ ভেটো দেয়, তবে তাদের পরিণতি ফ্যাসিস্টদের চেয়েও ভয়াবহ হবে।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছে নতুন বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডাকসু ভিপি।

Read Entire Article