নতুন ভবন নির্মাণসহ ৩ দাবি ঢাবির এসএম হল শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থীদের রুম বরাদ্দ নিশ্চিত করাসহ তিন দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন হলটির একদল শিক্ষার্থী।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন সংলগ্ন ভিসি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর একটি স্মারকলিপি দেন তারা। তবে উপাচার্য না থাকায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা সলিমুল্লাহ মুসলিম হল রক্ষায় ৩ দফা দাবির কথা উল্লেখ করেন। দাবিগুলো হলো- এক সপ্তাহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ছাত্রদের অ্যালটমেন্ট চালু করার অফিসিয়াল ঘোষণা দেওয়া; পর্যাপ্ত আবাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া এবং বর্তমান ভবনকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল সলিমুল্লাহ মুসলিম হল। ঐতিহ্যবাহী এই হলটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ চারবছর ধরে ষড়যন্ত্রমূলকভাবে সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষর্থী বরাদ্দ বন্ধ রেখেছে। সলিমুল্লাহ মুসলিম হল বন্ধ হওয়া বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে অস্বীকার করা বলে আমরা মনে করি। বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নবাব স্যার সলিমুল্লাহর ইতিহাসের স্বাক্ষী এই হল। বাংলার মুসলমানদের শিক্ষা ও স্বাধীনতার প্রতীক হিসেবে এই সলিমুল্লাহ মুসলিম হল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তাই এই হলকে রক্ষা করা আমাদের কর্তব্য।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এই হল বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায়, এই হল তার চাঞ্চল্য হারালে ইতিহাস বিলুপ্তির আশংকা রয়েছে, যা পরবর্তী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারী স্বৈরাচারী হাসিনার পতনের পরে আমাদের রক্তের উপরে গড়ে ওঠা বর্তমান প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী হলকে রক্ষায় কোনো রকমের পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পদক্ষেপ না নেওয়া কে আমরা মনে করি যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে ষড়যন্ত্র এখনো বিদ্যমান।
মানববন্ধনে এসএম হলের আবাসিক শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ বলেন, ভারতীয় আগ্রাসনবিরোধী একমাত্র স্মৃতিস্থাপনা হলো সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবাব স্যার সলিমুল্লাহর নাম মুছে দেওয়ার জন্য একমাত্র ষড়যন্ত্র হলো এই হল বন্ধ করা। এই হল মুছে দিলে নবাব স্যার সলিমুল্লাহর কৃতিত্ব মুছে ফেলা যাবে। এইজন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল। আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীনতম এই হল রক্ষা করতে হলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই নতুন শিক্ষার্থী অ্যালটমেন্ট নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এই হলের নতুন বিল্ডিং নির্মাণ কাজ শুরু করতে হবে এবং পুরোনো ভবনের সংস্কার করতে হবে।