নতুন মৌসুমে প্রথম জয় আবাহনীর

1 day ago 9

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম দুই ম্যাচের একটি ড্র করে একটি হেরেছে আবাহনী। তার আগে আন্তর্জাতিক ফুটবল এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে হেরেছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে।

অবশেষে আকাশি-নীলরা প্রথম জয়ের মুখ দেখলো নতুন ফুটবল মৌসুমে। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী ৪-২ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।

ফেডারেশন কাপে আবাহনী 'এ' গ্রুপে ব্রাদার্স, ফকিরেরপুল, রহমতগঞ্জ ও পিডব্লিউডির সাথে। আবাহনীর প্রথম ম্যাচ জয়ের দুই নায়ক মোহামেডান থেকে আসা সোলেমান দিয়াবাতে ও বসুন্ধরা কিংস থেকে আসা শেখ মোরসালিন। দুইজনই করেছেন জোড়া গোল।

৬ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। গোল করেন সোলেমান দিয়াবাতে। ৩৩ মিনিটে মোরসালিন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। বিরতির আগেই ব্যবধান ৩-০ করেন সোলেমান দিয়াবাতে। ৩৯ মিনিটে আবার পেনাল্টি পায় আবাহনী। এবারও লক্ষ্যভেদ করেন দিয়াবাতে।

৫১ মিনিটে শান্ত টুডু গোল করে ব্যবধান ৩-১ করেন। ৬৩ মিনিটে আবাহনীর মোরসালিন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করলে জয়ের দিকে এগুতে থাকে আকাশি-নীলরা। ৬৯ মিনিটে রিয়াদের গোলে ফকিরেরপুলের হারের ব্যবধান কমে ৪-২ হয়।

গ্রুপের অন্য ম্যাচ গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ।

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article