নতুন যে বার্তা দিলেন মুস্তাফিজ
আইপিএল থেকে হঠাৎ বাদ পড়া এবং ভারত–বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতি যে তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি, সেটিই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায়।
নিজের ফেসবুক পেজে কাটার মাস্টার লিখেছেন, “Eyes on the field, mind on the win!”—চার শব্দের এই বার্তায়ই যেন সব উত্তর। বাইরের সমালোচনা বা অনিশ্চয়তা নয়, তাঁর পুরো মনোযোগ যে মাঠের লড়াইয়ে, সেটিই স্পষ্ট করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
আইপিএল নিয়ে বিতর্ক যতই থাকুক, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে নিয়মিতই ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছেন তিনি। কখনো গুরুত্বপূর্ণ উইকেট এনে প্রতিপক্ষকে চাপে ফেলছেন, আবার কখনো ডেথ ওভারে নিখুঁত লাইন–লেন্থে রান আটকে দিচ্ছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সেই টুর্নামেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে রংপুর।
মুস্তাফিজের এই দুর্দান্ত ফর্ম নজর এড়াচ্ছে না প্রতিপক্ষ শিবিরেরও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান সম্প্রতি তাঁর বোলিংয়ের প্রশংসা করে বলেন, শেষ দিকে
আইপিএল থেকে হঠাৎ বাদ পড়া এবং ভারত–বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন ঘিরে যখন আলোচনা তুঙ্গে, তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতি যে তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি, সেটিই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায়।
নিজের ফেসবুক পেজে কাটার মাস্টার লিখেছেন, “Eyes on the field, mind on the win!”—চার শব্দের এই বার্তায়ই যেন সব উত্তর। বাইরের সমালোচনা বা অনিশ্চয়তা নয়, তাঁর পুরো মনোযোগ যে মাঠের লড়াইয়ে, সেটিই স্পষ্ট করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
আইপিএল নিয়ে বিতর্ক যতই থাকুক, চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি মুস্তাফিজ। রংপুর রাইডার্সের হয়ে বল হাতে নিয়মিতই ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছেন তিনি। কখনো গুরুত্বপূর্ণ উইকেট এনে প্রতিপক্ষকে চাপে ফেলছেন, আবার কখনো ডেথ ওভারে নিখুঁত লাইন–লেন্থে রান আটকে দিচ্ছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সেই টুর্নামেন্টে শক্ত অবস্থান ধরে রেখেছে রংপুর।
মুস্তাফিজের এই দুর্দান্ত ফর্ম নজর এড়াচ্ছে না প্রতিপক্ষ শিবিরেরও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান সম্প্রতি তাঁর বোলিংয়ের প্রশংসা করে বলেন, শেষ দিকের ওভারগুলোতে মুস্তাফিজ প্রায় অপ্রতিরোধ্য। তাঁর মতে, উইকেট নেওয়া আর রান আটকে রাখার এই যুগল ক্ষমতাই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
সব মিলিয়ে, বিতর্ক নয়—মুস্তাফিজ আবারও বুঝিয়ে দিলেন, তিনি কথা বলেন মূলত মাঠেই, বল হাতে।