নতুন রূপে রণবীর-আলিয়া

বলিউডের জৌলুস যেন নতুন করে লিখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখনো মুক্তির বহু বাকি, অথচ অপেক্ষার মাত্রা এখনই ছুঁয়েছে চূড়া। আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলের মতো তিন তারকাকে এক ফ্রেমে একত্রিত করার খবরই ছিল যথেষ্ট, এর মাঝেই শুটিংয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে সৃষ্টি করেছে নতুন ঝড়। বিশেষ করে আলিয়ার রেট্রো সাজ আর রণবীরের পুরোপুরি নতুন অবতার দেখে নেটিজেনদের কৌতূহল যেন আরও বাড়ছে। দর্শকেরা বলছেন, এটা শুধু একটা সিনেমা নয়, বনশালির পর্দায় আবারও শুরু হতে যাচ্ছে এক রাজকীয় মহাযুদ্ধ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল আইফার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক বনশালি।  ছবিতে আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি।  এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘দুজনকে দেখে যেন রাজ কাপুর আর

নতুন রূপে রণবীর-আলিয়া
বলিউডের জৌলুস যেন নতুন করে লিখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখনো মুক্তির বহু বাকি, অথচ অপেক্ষার মাত্রা এখনই ছুঁয়েছে চূড়া। আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলের মতো তিন তারকাকে এক ফ্রেমে একত্রিত করার খবরই ছিল যথেষ্ট, এর মাঝেই শুটিংয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে সৃষ্টি করেছে নতুন ঝড়। বিশেষ করে আলিয়ার রেট্রো সাজ আর রণবীরের পুরোপুরি নতুন অবতার দেখে নেটিজেনদের কৌতূহল যেন আরও বাড়ছে। দর্শকেরা বলছেন, এটা শুধু একটা সিনেমা নয়, বনশালির পর্দায় আবারও শুরু হতে যাচ্ছে এক রাজকীয় মহাযুদ্ধ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল আইফার ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক বনশালি।  ছবিতে আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি।  এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।’ রণবীর কাপুর এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বনশালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির।  আসন্ন এ সিনেমায় রণবীর, আলিয়া ও ভিকির পাশাপাশি অভিনয় করছেন  বোমান ইরানি, তুষার কাপুর, ভাগ্যশ্রী পটবর্ধন, মুরলি শর্মাসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ আগস্ট। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow