বলিউডের এক ঝাঁক তারকা আবার এক ছাতার নিচে আসছেন। অর্থাৎ, অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, ববি দেওল, রীতেশ দেশমুখ, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডেকে আবারও বড়পর্দায় এক সঙ্গে দেখা যাবে। তাদেরকে একত্র করছেন নির্মাতা সাজিদ নাদিয়াওয়ালা। ‘হাউসফুল’ সাজিদের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। এবার আসছে এটির নতুন কিস্তি ‘হাউসফুল ৫’।
এখন পর্যন্ত ‘হাউসফুল’ফ্র্যাঞ্চাইজির যেকয়টি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলোর সব অভিনেতাকে এবার এক করছেন সাজিদ। গত কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। একের পর এক সিনেমা করছেন। কিন্তু হিট কোনোটাই হচ্ছে না। তার পারিশ্রমিক মোটেই কম নয়। তারপর অক্ষয়ের সিনেমা পছন্দ করছেন না চলচ্চিত্রপ্রেমীরা। এবার এ ‘হাউসফুল ৫’ সিনেমায় কত কোটি রুপি নিলেন অভিনেতা? এমন প্রশ্নে চটে গেলেন তিনি। রেগে জবাব দিলেন অক্ষয়।
মঙ্গলবার (২৭ মে) মুম্বাইয়ে ছিল এ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান। ২০ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন প্রায় ৩৫০ কোটির বাজেটের এ সিনেমায়। কিন্তু অক্ষয় কি বিশেষ অংকের পারিশ্রমিক পেলেন? অভিনেতা চটে গিয়ে বললেন, ‘আমি যে টাকাটাই পাই না কেন, তোমাকে কেন বলতে যাব? তুমি কে হও আমার? যথেষ্ট ভালো পরিমাণ অর্থ পেয়েছি, এসব জিজ্ঞেস করছেন কেন? বাড়িতে আয়কর হানা দেওয়াবেন নাকি।’
- আরও পড়ুন:
৩০ কোটির ঘর পার করেছে ‘ভুল চুক মাফ’, চতুর্থ দিনের আয় কত
নাচে উন্মাতাল শাকিরা মঞ্চে পড়ে গেলেন
বলিউডে একটি কথা অক্ষয়কে নিয়ে প্রচলিত আছে, অক্ষয়ের নেশা বলতে নাকি কেবলই অর্থ উপার্জন করা। নাগরিক হিসেবে অভিনেতা পর্যাপ্ত পরিমাণ আয়করও দেন।
এমএমএফ/জেআইএম

4 months ago
67









English (US) ·