নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক

4 hours ago 3

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক নতুন সিরিয়ার পাশে থাকবে এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণের জন্য সহযোগিতা করবে। 

রোববার (২২ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন। খবর আল-জাজিরা।

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে সিরিয়ার একতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়। তুরস্ক সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। 

ফিদান বলেন, আশা করি, নতুন সিরিয়ায় অন্ধকারতম দিনগুলোর অবসান হয়েছে। সামনে আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। এ বৈঠকটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নির্দেশে হয়, যিনি সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনা করার জন্য ফিদানকে দামেস্কে পাঠিয়েছিলেন। 

বৈঠকে সিরিয়ার নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার একতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়াকে পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়ার এবং দেশ ছেড়ে যাওয়া মানুষের দেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষা করার জন্য নতুন সংবিধানের খসড়া তৈরি করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

এছাড়াও, বৈঠকে সিরীয় শরণার্থীদের ফিরিয়ে আনা, ইসরায়েলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। 

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তুরস্কের দৃঢ় অবস্থান এবং সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে সিরিয়ায় মার্কিন কূটনীতিকও সফর করেছেন এবং রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

Read Entire Article