নদীর একূল ভাঙে ওকূল গড়ে

3 months ago 27

কে কছে রে তোক?

দু’কূলই ভাঙে, কেউ গড়ে না।
বালির পরত নিয়া ঢেউ মিছামিছি
দুই পাড়ত ই আছড়ে পড়ে,
অগ্লা থাকি থাকি ভ্যাস ধরা কতা খালি

ধুর যা ভাগ,

শুনছি খুবি আহ্লাদ নাকি কপালের কিচ্ছা
মায়া ক, বিধান ক যেমবা খুশী ইচ্ছা
উত্তরের সেই টান কেউবা পূবের তীরে
ভাটার টান কলে কিছুই তোয়াক্কা না করে
বেমাক একটানে লিয়ে যায়
পরানেত টান আসি পরে

শোন,

চরকির চোখত দেখিস না,
উই পোকার চোখ দেখছু...?
এই দুনিয়ার ওপর কোনাই সবার চোখেত পরে
ভেতরখানের খোঁজ কেবা কি কেউ করে?
সিন্দুকত তালা মারি থুইছে, চাবি লাপাত্তা

কিসক করবি, লাভ নাইকা!

আছে আছে লাভ আছে
তয় সগলি ওই লাভ বুঝবি না
ওই সব লাভ এ গুড় থাকে না যে, চিনিও থাকে না,
ওই লাভ এ নুন থাকে, ঈমান থাকে আর থাকে ভালোবাসা,
হিংসা, প্রতিশোধ থাকে না।

আচ্চা তোর মনেত কখনো কিরাম কিরাম করে?
উদাস দিনের লাগান...
বেলা ডুব দিলে মনেত যেঙ্কা হু হু করে ওঠে

হ... করে,

সগলি কলাম সেঙ্কা লয় যেঙ্কা ভাবিস তু্ই
ওর মধ্যেই আছে কিছু জন যারা বেমাক দেখপের পারে,
বুঝবের পারে কিন্তুক কিছু কবার পারে না,
কবার পারে না রে মনু...
সেগলের মধ্যে খানিক সয়ে যায়, গুটিক মিছেই ভুলবার যায়,
আর কিছু পাথর মনেত মুখোত কপাট দিয়ে থাকে।
তারকেরক এনা আলদা করে মনে থুস,
গুলাই ফালাস না কলে সগলির সাথে।

এমআরএম/জেআইএম

Read Entire Article