‘বাজান, ছবি তুলতেছো কেন? এই ছাড়া যে আমাগো কোনো রাস্তা নি’। ‘বনে গিলি ফরেস্টাররা ধরে মামলা দেয়, আইলা’র পর থেকে গোটা এলাকা যেন বিরান ভূমি। একটু জ্বালানীর জন্যি তাই আমরা পানিতে ভেসে আসা পাতা কুড়াচ্ছি’। কথাগুলো শেষ হতেই ‘গলুইঠেলা’ (পাতা কুড়ানোর কাজে বাঁশ ও জাল দিয়ে স্থানীয়ভাবে তৈরি বস্তু বিশেষ) হাতে নিয়ে আবারও পানিতে নেমে পড়েন হিরা বেগম।
পঞ্চাশোর্ধ্ব বয়সী... বিস্তারিত