প্রতিদিন সন্ধ্যা নামতেই নদীর বুকজুড়ে জ্বলে ওঠে লাল, নীল, সবুজ ও হলুদ আলো। নানা রঙের আলোতে বর্ণিল ও বৈচিত্র্যময় চিত্র ফুটে ওঠে। দূর থেকে দেখে যে কারও মনে হয়, যেন এক টুকরো শহর।
নদীতে জ্বলে ওঠা এসব আলো মূলত মাছ ধরার ট্রলারের রঙিন বাতির ঝলকানি। সন্ধ্যা হলেই নদীতে যেন বসে তারার মেলা। কাছাকাছি গেলে শোনা যায়, জেলেদের কোলাহল, জালের শব্দ আর ইঞ্জিনের গর্জন। সবমিলিয়ে নদীটি যেন পরিণত হয় শ্রম, আশা আর... বিস্তারিত