নববধূর সঙ্গে ঘরে ফেরা হলো না প্রবাসী আজিজুরের

2 months ago 6
দুদিন আগে নতুন জীবন শুরু করেছিলেন প্রবাস ফেরত আজিজুর রহমান। নববধূকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শ্বশুরবাড়িতে। পথিমধ্যে বালুবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন ওই যুবক। এতে গুরুতর আহত হয়েছেন নববধূও।  সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।  নিহত আজিজুর রহমান পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় তিন মাস আগে দেশে ফিরলেও গত দুই দিন আগে কামশিয়া গ্রামে বিবাহ করেন। নতুন বউ নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি থেকে পানিপাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নগর ইউনিয়নের জয়নগর মেইন রাস্তায় এলে বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন আজিজুর এবং সঙ্গে থাকা তার নববিবাহিত স্ত্রীও গুরুতর আহত হন। এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ট্রলিটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  উল্লেখ্য, ৫ দিন আগে তালবাড়িয়া মোড়ে ট্রলি চাপায় নিহত হন বৃদ্ধ স্বামী-স্ত্রী। 
Read Entire Article