নবান্ন উৎসবে জামাইদের নিয়ে মাছের মেলা

2 months ago 42
অগ্রাহয়ণ মাসের দ্বিতীয় দিনে জয়পুরহাটের কালাইয়ের নতুন ধান ঘরে ওঠার আনন্দে মেয়ে-জামাই, বিয়াই-বিয়ানসহ নিকট আত্মীয়দের নিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠেন কৃষকরা। পিঠা-পায়েসসহ নানা আয়োজনে স্বজনদের নিয়ে পালণ করেন কৃষকের কাঙ্খিত নবান্ন উৎসব। জামাইদের উদ্দেশে বসে কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে এক দিনের মাছের মেলা। এই দিনকে ঘিরে পৌরশহরের পাঁচশিরা বাজারে ভোর ৪টা থেকে দিনব্যাপি চলে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ কেনাবেচার উৎসব। এই দিনটির অপেক্ষার প্রহর গুনেন এ উপজেলার লোকজন। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে অগ্রাহয়ণ মাসের দ্বিতীয় দিনে এ জেলায় একমাত্র পাঁচশিরা বাজারেই বসে বৃহত মাছের মেলা। রবিবার (১৭ নভেম্বর)
Read Entire Article