নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশত

1 month ago 24

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় ১৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার বড়ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামে সরকারি খাস জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিকের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার রাত থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা পরে সালিশ বিচারে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/এএসএম

Read Entire Article