নবীনগর-চন্দ্রা সড়কে ৬ কিলোমিটার যানজট

3 months ago 27

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকামুখী লেনে ৬ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। রোববার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের বাইপাইল অংশে থেমে থেমে চলছে যানবাহন।

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. রেজওয়ান বলেন, ‘কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এ সড়কে আগে থেকে যানজট ভোগান্তি রয়েছে।’

jagonews24

তিনি আরও জানান, ‘সড়কে এসব খানাখন্দ গুলোর সংস্কার কাজ চলমান রয়েছে। ট্রাফিক পুলিশ সড়কে যানজট নিরসনে কাজ করছে।’

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস

Read Entire Article