নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ, অভিযোগ ছাত্রদলের পদবঞ্চিতদের বিরুদ্ধে

3 months ago 27

ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছেন পদধারীরা। এর আগে সেখানে ৩-৪টি ককটেল বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কমিটিতে পদ না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন নেতাকর্মীরা। ফলে পদবঞ্চিত নেতারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাদের অনুগত কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ, অভিযোগ ছাত্রদলের পদবঞ্চিতদের বিরুদ্ধে

তবে কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটিতে পদ না পাওয়া জিহাদুল রঞ্জু বলেন, কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সম্পর্কে আমরা কিছুই জানি না। সদ্য ঘোষিত কমিটির অনিয়ম ধামাচাপা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরাই এ নাটক করে থাকতে পারেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জাগো নিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা মিছিল হয়।

কেএইচ/এমএইচএ/জেডএইচ/এএসএম

Read Entire Article