নরওয়ের রাজকুমারের বিরুদ্ধে চার নারীকে ধর্ষণ, পারিবারিক সহিংসতার অভিযোগ আনা হয়েছে। এক বছর ধরে পুলিশি তদন্তের পর এ অভিযোগের কথা জানান দেশটির প্রসিকিউটর।
সোমবার (১৮ আগস্ট) অসলো রাজ্যের আইনজীবী স্টার্লা হেনরিকসবো জানান, ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স হাকনের সৎপুত্র মারিয়াস বোর্গ হোইবি (২৮) আগামী বছরের শুরুতে বিচারের মুখোমুখি হবেন বলে আশা করা... বিস্তারিত