নরসিংদী থেকে ঘর ছাড়া ৩ বিটিএস ভক্ত উদ্ধার

2 months ago 6

নরসিংদী থেকে ঘর ছাড়া দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস ভক্ত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাতে মাদারীপুরের ডাসার উপজেলার খিলগ্রাম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাত ৯টার দিকে স্থানীয়রা ডাসার উপজেলার খিলগ্রাম এলাকায় স্কুলড্রেস পরা দুই কিশোরী ও এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। বুধবার দুপুরে পরিবারের লোকজন থানায় আসে। এরপর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তারা বিটিএসে আসক্ত। দুই কিশোরীর হাতে বিটিএস আর্মি সম্বলিত লোগো লেখা ছিল।

দুই কিশোরী জানান, তারা দক্ষিণ কোরিয়ান বিটিএস সদস্য জাংকুকের ভক্ত। পরিবারের অনুশাসন তাদের ভাল লাগে না। সেখানে তাদের কোনো স্বাধীনতা নেই। নিজের ইচ্ছেমতো চলাফেরা করতে পারে না। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসে।

তাদের সহযোগী অপর কিশোর বলেন, আমি তাদের নিয়ে গোপালগঞ্জ কোটালিপাড়ার পিড়েরবাড়ি তিতাস হালদার নামে আমার এক বন্ধুর বাসায় থাকার জন্য এসেছি।

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের যাওয়ার উদ্দেশ্য ওরা বাড়ি থেকে বের হয়। পরে তাদের পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজ করি। ফোনে লোকজনের মাধ্যমে জানতে পারি বাসযোগে ওরা তিনজন মাদারীপুরের ডাসারে আছে। পরে পুলিশের মাধ্যমে তথ্য পেয়ে ওদের নিতে এসেছি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, অভিভাবকদের খবর দেওয়া হলে তারা থানায় আসেন। পরে তাদের জিম্মায় দেওয়া হয়।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

Read Entire Article