নরসিংদীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম রিপন নরসিংদী জেলা আইনজীবী সমিতির পর পর দুবার সম্পাদক ছিলেন এবং জিপি (গভর্নমেন্ট প্লিডার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, সন্ধ্যায় নরসিংদী উপজেলার মোড়ে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল চেম্বার ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নরসিংদীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম রিপন নরসিংদী জেলা আইনজীবী সমিতির পর পর দুবার সম্পাদক ছিলেন এবং জিপি (গভর্নমেন্ট প্লিডার) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, সন্ধ্যায় নরসিংদী উপজেলার মোড়ে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল চেম্বার ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow