নরসিংদীর বেলাবতে ট্রলির চাপায় বেলায়েত হোসেন (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের শেখেরবাজার—আগরপুর সড়কের বিন্নাবাইদ লোহাজুরি চক চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিম পাড়া গ্রামের লুৎফুর রহমান কাঞ্চনের ছোট ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারের কারারক্ষী ছিলেন এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল।
মোটরসাইকেলটি শেখেরবাজার—আগরপুর সড়কের লোহাজুরির চক চৌরাস্তার একটু সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলি চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেলায়েতকে উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা জানার পর ঘাতক ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’