নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।  শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।  পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।  দুপুর আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করেন। এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারও বাপের না’, ‘আম

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। 

পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

দুপুর আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করেন।

এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারও বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow