নরসিংদীতে তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ্বা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এমরান ওরফে নয়ন মিয়া (৩৫) নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমরান কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এমরান বাড়ির পাশের মোস্তফা নামের এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের প্রেমিকার স্বামীর সঙ্গে এ নিয়ে আগে মামলা-মোকদ্দমা, ঝগড়া-ফ্যাসাদ ও সালিশ দরবার হয়েছে বলে জানা গেছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নরসিংদীতে তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ্বা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এমরান ওরফে নয়ন মিয়া (৩৫) নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমরান কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এমরান বাড়ির পাশের মোস্তফা নামের এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের প্রেমিকার স্বামীর সঙ্গে এ নিয়ে আগে মামলা-মোকদ্দমা, ঝগড়া-ফ্যাসাদ ও সালিশ দরবার হয়েছে বলে জানা গেছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow