নরেদ্র মোদির টুইট বার্তার প্রতিবাদ জানাল গণঅধিকার পরিষদ

1 month ago 18

বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বাংলাদেশের বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল।’ 

গণঅধিকার পরিষদের নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অস্বীকার করা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতকে অবমাননা করা।

নেতারা বলেন,  আমরা রক্ত দিয়ে পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয় । সীমান্তে যারা হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামীর বাংলাদেশ হবে  সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার।

Read Entire Article