শেরপুরের নালিতাবাড়িতে নলকুপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে নলকুপের বোরিং করার সময় বেরিয়ে আসে ওই গ্যাস। আর সেই আগুনেই নিজের পরিবারসহ প্রতিবেশীদের হচ্ছে রান্না। হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হওয়ায় অবাক বাড়ির লোকজনসহ এলাকাবাসী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামের হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখা যায় শত মানুষের জটলা। এসময় স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে মিস্ত্রী টিউবওয়েলের বোরিং শুরু করেন। দেড় ইঞ্চি পাইপ দিয়ে ৫৫ ফিট বোরিয়ের পর পাইপ দিয়ে অনবরত আসতে থাকে গ্যাস। এর পর নতুন করে আরও দুইটি স্থানে ৪০ ফুট বোরিং করার পরেও চিত্র একই। সব গুলো বোরিংয়ে গ্যাস আসতেছে। পরে মিস্ত্রীরা দুইটি বোরিং মাটি চাপা দিয়ে রাখলেও একটি দিয়ে অনবরত বের হতেই থাকে। আর এই গ্যাস দিয়েই গত দশ দিন ধরে নিজের পরিবার সহ প্রতিবেশীদের হচ্ছে রান্নাবান্না।
বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, গ্যাস একটি ঝুকিপূর্ণ জিনিস। মাটির নিচে কি পরিমাণ গ্যাস আছে এটা তো বুঝা যায় না। এই আগুন যদি মানুষের ক্ষতি করে তাহলে তো বিপদ। সরকার এই পদক্ষেপ নিলে আমি নিশ্চিন্ত হতাম। আমিতো ভয়ে আছি। কখন যে কোন বিপদ হয় আল্লাহ ভালো জানেন।
শরিফুল ইসলাম নামের স্থানীয় এক যুবক বলেন, গ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ সরকারের। সাম্প্রতিক সময়ে পাশ্ববর্তী জামালপুরে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। এখানেও গ্যাস থাকতে পারে। তাই সরকারের এদিকে নজর দেয়া দরকার। সরকার অনুসন্ধান করলে আমাদের সেই কাঙ্খিত সোনার হরিণ মিলতেও পারে।
রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হযরত বলেন, গ্যাস বের হবার খবর শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে ভিডিও পাঠিয়েছি। তবে এই বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। কখন কি হয় বুঝা মুসকিল। দ্রুত সময়ের মধ্যে সরকারি ব্যবস্থা দরকার।
এ ব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

5 hours ago
7









English (US) ·