‎নলকূপের পানি শীতে গরম, গরমে ঠান্ডা থাকে কেন?

6 hours ago 6

‎মোহাম্মদ সোহেল রানা

‎বর্তমানে শহরাঞ্চলে নলকূপের দেখা না মিললেও গ্রামে এখনো হরহামেশাই তা দেখা যায়। আপনি হয়তো খেয়াল করেছেন শীতকালে নলকূপের পানি তুলনামূলকভাবে গরম আর গরমকালে ঠান্ডা লাগে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কেন এমন হয়? এটি কি স্বাভাবিকভাবেই ঘটে, নাকি এর পেছনে কোনো কারণ আছে? পানির এই রহস্য অনেকের কাছেই অজানা।

‎আসলে নলকূপের পানির তাপমাত্রা সারা বছর প্রায় একই থাকে। মাটির নিচের অংশে তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটে না। আমাদের দেশে সাধারণ নলকূপের পানি স্থানভেদে ২৩° থেকে ২৭° সেলসিয়াসের মধ্যে থাকে, অর্থাৎ গড় ২৫° সেলসিয়াস।

‎তাহলে প্রশ্ন জাগে, শীত ও গরমকালে আমরা নলকূপের পানির তাপমাত্রায় এত পার্থক্য অনুভব করি কেন? ‎এর আসল কারণ হলো, নলকূপের পানির তাপমাত্রা নয়, পরিবর্তন ঘটে আমাদের চারপাশের পরিবেশের তাপমাত্রায়।

‎গরমকালে আমাদের দেশের গড় তাপমাত্রা থাকে প্রায় ৩৩° থেকে ৩৯° সেলসিয়াসের মধ্যে। এমন সময় নলকূপের পানির তাপমাত্রা থাকে ২৫° সেলসিয়াস। যেহেতু বাইরের পরিবেশ ও শরীরের তাপমাত্রা ৩৫° সেলসিয়াসের আশপাশে থাকে, তাই এই তুলনায় ২৫° সেলসিয়াস তাপমাত্রার পানি স্পর্শ করলে তা ঠান্ডা মনে হয়। অর্থাৎ নলকূপের পানি আমাদের দেহের চেয়ে ১০° সেলসিয়াস কম হওয়ায় এটি বেশ শীতল ও আরামদায়ক লাগে।

‎অন্যদিকে শীতকালে পরিস্থিতি পুরোপুরি উল্টো। আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সাধারণত ১২° থেকে ২০° সেলসিয়াসের মধ্যে থাকে। তখন শরীরের বাইরের অংশের তাপমাত্রাও তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু নলকূপের পানির তাপমাত্রা আগের মতোই থাকে ২৫° সেলসিয়াস। ফলে শীতের সকালে সেই পানি স্পর্শ করলে তা তুলনামূলকভাবে উষ্ণ বা গরম মনে হয়।

‎আরেকটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন শীতকালে সকালে প্রথমে নলকূপ চাপলে পানি খুব ঠান্ডা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পর তুলনামূলক গরম পানি বের হয়। এর কারণ হলো, নলকূপের উপরের অংশে যে পানি থাকে তা বাইরের পরিবেশে ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ চাপার পর নিচের দিকের স্থিতিশীল পানিই ওপরে উঠে আসে, যার তাপমাত্রা অপরিবর্তিত থাকে।

‎একইভাবে গরমকালেও ঘটনা ঘটে। প্রথমে নলকূপ চাপলে পানি গরম মনে হয়, কারণ উপরের অংশের পানি বাইরের তাপমাত্রায় গরম হয়ে থাকে। কিছুক্ষণ পর নিচের পানি উঠে এলে সেটি আরামদায়ক ঠান্ডা লাগে।

‎এক কথায়, নলকূপের পানি যত গভীর থেকে উত্তোলন করা হয়, সেখানে বাইরের পরিবেশের তাপমাত্রার ওপর প্রভাব পড়ে না। তাই সারা বছরই এর তাপমাত্রা একই রকম থাকে।

‎শুধু নলকূপ নয়, নদী ও সাগরের পানির ক্ষেত্রেও এমনটি দেখা যায়। পানির ওপরের স্তর বাইরের তাপমাত্রার সঙ্গে দ্রুত পরিবর্তিত হয়, কিন্তু নিচের স্তরে তাপমাত্রা তুলনামূলক স্থির থাকে। তাই বাহিরের তাপমাত্রা চেয়ে নিচের পানি বিপরীত অনুভূতি দেয়।

আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তা: সাংবাদিকতার জন্য আশীর্বাদ নাকি হুমকি? 
দেশের যেসব মুদ্রা হারিয়েছে, যেগুলো চলছে 

কেএসকে/জিকেএস

Read Entire Article