না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

1 week ago 11
মাত্র ষোলো বছর বয়সে থেমে গেলো প্রাণবন্ত হাসি, স্বপ্নভরা চোখ। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা ঢাকার একটি হাসপাতালে সোমবার দুপুরে মারা যান। যশোর ও ঢাকায় দীর্ঘ চিকিৎসা চললেও সুস্থ হয়ে আর মাঠে নামা হয়নি সম্ভাবনাময়ী এই ফুটবলারের।  জানা যায়, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার পর থেকেই সুস্মিতার অসুস্থতা শুরু হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, ঘুমের ওষুধের প্রভাবে কিডনিতে জটিলতা তৈরি হয়। আর সেই জটিলতার সঙ্গেই শেষ লড়াইটা হেরে গেলেন তিনি।  ফুটবলে সুস্মিতার নেতৃত্বগুণ আর খেলায় দক্ষতা তাকে মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে পরিচিতি এনে দেয়। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সবার চোখের মণি সুস্মিতা আজ নেই। হরিরামপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ। সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, 'প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।' মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।
Read Entire Article