না ফেরার দেশে ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

1 month ago 22

১৯৯০ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ‘তোতো’খ্যাত ইতালির সাবেক তারকা স্ট্রাইকার সালভাতর শিলাচি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ঘরের মাঠে ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন শিলাচি। তার সাবেক ক্লাব জুভেন্টাস সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, ‘বিদায় তোতো।’

১৯৯০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইতালি। তবে শিলাচি গোল্ডেন বুট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন, দেশে সম্মাননা পেয়েছিলেন জাতীয় বীরের।

২০২২ সালে কোলন ক্যানসার ধরা পড়ে শিলাচির। অবশেষে প্রাণঘাতী এই রোগের কাছেই হার মানলেন ইতালির সাবেক স্ট্রাইকার।

দেশের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন শিলাচি, করেন ৭ গোল। মেসিনায় ক্লাব ক্যারিয়ার শুরুর পর ইতালির জায়ান্ট জুভেন্টাস এবং ইন্টার মিলানে খেলেছেন শিলাচি।

এমএমআর/জিকেএস

Read Entire Article