বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আরও সাতজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ৬৮ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে। শুনানি শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৬ নভেম্বর) ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসানের আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন যে সাতজন সাক্ষ্য দিয়েছেন তারা হলেন, পেট্রোবাংলার সাবেক পরিচালক মো. মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সিনিয়র ম্যানেজার মো. আবদুল খালেক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রওশন আক্তার সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালেয়র সহকারী সচিব মো. মোতাহার হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কোহিনুর নাহার ও নুরুন আকতার।