নাইজেরিয়ার একটি গ্রাম থেকে অন্তত শতাধিক মানুষকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহৃতদের অধিকাংশই নারী ও শিশু। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে জামফারা অঙ্গরাজ্যে বুক্কুইয়ুম জেলার গামদাম মাল্লাম গ্রামে একদল অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনা রয়টার্স প্রতিনিধিকে ফোনে নিশ্চিত করেছেন স্থানীয় আইনপ্রণেতা হামিসু ফারু। তিনি বলেন, শনিবার সকাল থেকে অন্তত... বিস্তারিত